নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ফেরি ঘাটের পন্টুন, কচুয়া ফেরিঘাট ও আমুয়া ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে।
Published : 07 Aug 2023, 06:43 PM
টানা বর্ষণ আর জোয়ারে ঝালকাঠির চার উপজেলার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। হাঁটু পানিতে তলিয়ে গেছে জেলা শহরের প্রধান সড়ক।
এদিকে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ফেরিঘাটের পন্টুন, কচুয়া ফেরিঘাটের সংযোগ সড়ক ও আমুয়া ফেরিঘাটের সংযোগসড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সড়ক ও জনপথ বিভাগের ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, অতিরিক্ত জোয়ারে এমনটা হচ্ছে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফেরি পার হওয়ার সময় সগির হোসেন বলেন, “আমি ঝালকাঠি সদরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করি। প্রতিদিন এই ফেরি পার হয়ে আমাকে যেতে হয়। কিন্তু কয়েকমাস ধরে এখানে পন্টুনের সামনের সড়ক তিন-চার ফুট পানিতে তলিয়ে থাকে। ফলে অনেক সময় পোশাক ভিজে যায়। তারপরও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।”
আরেক যাত্রী নাজেম খান বলেন, “অফিস সময়ে এই রুটে বিভিন্ন যানবাহনসহ অনেক যাত্রীই চলাচল করেন। কিন্তু পন্টুনের সংযোগ সড়কটি নীচু হওয়ায় পানিতে তলিয়ে থাকে; যার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করেন। সময় স্বল্পতার কারণে অনেকে পানিতে ভিজে হলেও এখান দিয়ে যাতায়াত করেন।”
নদীতে জোয়ারের পানির উচ্চতা অনুযায়ী সড়কটির উচ্চতা বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হবে বলে মত দেন তিনি।
নির্বাহী প্রকৌশলী নাবিল বলেন, ভারি বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কাঠালিয়ার শৌলজালিয়ার ডালির খালের বাঁধ ভেঙে গেছে। ফলে তিন থেকে চার ফুট নীচে তলিয়ে গেছে বাঁধ সংলগ্ন এলাকা। প্লাবিত হয়েছে ২৫টি গ্রাম।
অপরদিকে পাকা আউশ ধান ও আমনের বীজতলাসহ কৃষকের বিভিন্ন ফসলের মাঠ পানিতে ডুবে আছে; অনেক জায়গায় ভেসে গেছে পুকুর, হ্যাচারি ও ঘেরসহ বিভিন্ন জলাশয়ের মাছ।
পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামের কাঁচা-পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট, গবাদি পশুর খাবার, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এ নির্বাহী প্রকৌশলী জানান।