কুষ্টিয়ায় ভ্যান চালক হত্যায় একজনের যাবজ্জীবন

আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2024, 01:30 PM
Updated : 19 Feb 2024, 01:30 PM

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভ্যান চালক হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান।

দণ্ডিত ওবাইদুল হক ওরফে জুয়েল (৪৩) কুমারখালী পৌর এলাকার কাজীপাড়া গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি সকালের দিকে কুমারখালী বাস স্ট্যান্ডের এলাকায় খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৮) ভ্যান চালিয়ে যাচ্ছিলেন।

এ সময় জুয়েলের মোটরসাইকেলে ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যান চালক জাহিদুল ও জুয়েলের কথা কাটাকাটি ও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জুয়েল তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদুলকে উপর্যুপরি আঘাত করে জখম করেন।

এরপর স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ জুয়েলকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০২২ সালের ২৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র দাস জুয়েলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, “আসামি জুয়েল মাদকাসক্ত ছিলেন।”