আওয়ামী লীগের সরকার পতনের পর দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে৷
Published : 03 Oct 2024, 09:41 AM
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের সাত বারের এমপি দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে রুহিয়া থানার ওসি শহিদুর রহমান জানান।
পুলিশ বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দবিরুল।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া রামনাথ বাজার এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীরের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানেই দবিরুলকে পাওয়া যায়।
আওয়ামী লীগের সরকার পতনের পর দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে৷
এর মধ্যে হাবিবুর রহমান বাবলু নামের এক ব্যবসায়ী গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন। সেখানে ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ আনা হয় দবিরুলের বিরুদ্ধে।
বাদীর আর্জি শুনে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন বিচারক রহিমা খাতুন। এ মামলার ২৮ জন আসামির মধ্যে ১ নম্বর আসামি দবিরুল ইসলাম।
শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে অন্য মামলাটি দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার।
আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলার ৩৮ জন আসামির মধ্যে ১ নম্বরে রাখা হয়েছে সাবেক এমপি দবিরুল ইসলামের নাম।