রাতে জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়েছিল জেলেদের একটি দল।
Published : 16 Aug 2024, 04:09 PM
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুই জেলে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহতরা হলেন- একই এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জেলেদের বরাতে ওসি মিজানুর বলেন, রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় জেলেদের একটি দল।
রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রঘাতে ঘটনাস্থলেই দুই জেলের মুত্যু হয়। আহত হন তিনজন।
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।