উদ্ধার তিন নারী ও নয় কিশোরী উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবিরে থাকতেন বলে পুলিশ জানায়।
Published : 04 Nov 2024, 09:05 PM
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে এ অভিযান চালানো হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় কিশোরী রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে থাকতেন।
পাচারে জড়িত থাকার অভিযোগে আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুরুল আমিন (২৫), একই এলাকার নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মো. আল আমিন (২৪)।
ওসি গিয়াস উদ্দিন বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানে বেশকিছু লোক জড়ো করার খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক ও ১২ জনকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উদ্ধার রোহিঙ্গাদের ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।