শিশুকে শ্বাসরোধে হত্যা, লাশ প্রতিবেশীর চালের ড্রামে

পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতিবেশী নারী তার ঘরে লাশ রয়েছে বলে জানান।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2022, 06:36 AM
Updated : 2 Oct 2022, 06:36 AM

যশোরে চার বছরের নিখোঁজ এক শিশুর মরদেহ প্রতিবেশীর ঘরে চালের ড্রাম থেকে উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের আঞ্জুয়ারা বেগমের ঘর থেকে শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা ওই গ্রামের সোহেল হোসেনের মেয়ে।

এ ঘটনায় আঞ্জুয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার এসআই কাজী জুবায়ের বলেন, শিশুটির লাশ রাতেই যশোর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। রোববার সকালে ময়নাতদন্ত হয়েছে।

চার হাত-পা বেঁধে, মুখে কাপড় ঢুকিয়ে ও গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, সানজিদাকে শুক্রবার দুপুর ১২টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের সন্দেহ হয় মেয়েটির প্রতিবেশী আঞ্জুয়ারাকে।

“এর প্রেক্ষিতে শনিবার আঞ্জুয়ারাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘরের চালের ড্রামের মধ্যে সানজিদার লাশ আছে বলে জানায় সে।”

তবে কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এসআই।