ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে সব বেরিয়ে আসবে।”
Published : 04 Jan 2025, 11:34 PM
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আগুনে বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে।
শনিবার রাত ৯টার দিকে কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুনের ঘটনা ঘটে বলে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী আকবরিয়া রেস্টুরেন্টের কর্মচারী সাজিদ সাংবাদিকদের বলেন, “রেস্টুরেন্টের পাশেই জেলা প্রশাসনের কার্যালয়। সেখানে আগুন দেখতে পেয়ে আমরা কর্মচারীদের বলি। তখন ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের লোকজন এবং পুলিশ আসে। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।”
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, “জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে।
“পাশেই আকবরিয়া রেস্টুরেন্ট। ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে সব বেরিয়ে আসবে।”
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসাবে আলামত রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত।
“তবে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রোববার তদন্ত কমিটি গঠন করা হবে।”