“ডাকাতদল স্টাফদের কাছ থেকে টাকা ও মোবাইল লুটের পাশাপাশি পিকআপ ভ্যানে করে দুটি ট্রান্সফর্মার ও বেশকিছু কপারের তার নিয়ে গেছে,” বলেন এক কর্মকর্তা।
Published : 02 Dec 2024, 10:25 PM
নারায়ণগঞ্জ নগরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে বেশকিছু মালামাল লুট করে নিয়ে গেছে।
রোববার রাত আনুমানিক সোয়া ২টার দিকে নগরের কিল্লারপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।
ডিপিডিসির নারায়ণগঞ্জ পশ্চিম ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, কার্যালয়ের পূর্বপাশের সীমানা প্রাচীর টপকে ১৫ থেকে ২০ জনের একটি দল ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের চেহারা ঢাকা ছিল। তাদের হাতে দেশে তৈরি ধারাল অস্ত্র দেখা গেছে।
“অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও অন্যান্য স্টাফদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। অফিসে কোথায় টাকা আছে জানতে চায়। অফিসে কোনো টাকা থাকে না জানালে ডাকাতদল স্টাফদের কাছে থাকা টাকা ও মোবাইল লুটে নেয়।
“পরে কার্যালয়ের প্রধান গেইট দিয়ে একটি পিকআপ ভ্যান ভেতরে ঢোকায়। পিকআপ ভ্যানে দুটি পুরাতন ২৫ কেভিএর ট্রান্সফর্মার ও বেশকিছু কপারের তার নিয়ে যায় তারা। এ ছাড়া কন্ট্রোল রুমে থাকা একটি টেলিভিশনও নিয়ে গেছে ডাকাত দল।”
তবে ডাকাতদলের সদস্যরা কার্যালয়ের কক্ষগুলোতে ঢুকলেও সেখানে থাকা কম্পিউটার, প্রিন্টারের মতো মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি তারা নেননি; যা আশ্চর্যজনক বলে মনে করেন এই প্রকৌশলী।
ডাকাতির অভিযোগে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ডিপিডিসির পূর্ব ডিভিশনের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।
অভিযোগ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, এ ঘটনায় ডাকাতির মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে কিছু প্রশ্নও সামনে এসেছে। সবদিক মাথায় রেখে তদন্ত চলছে।