পুলিশ জানায়, নিহত স্মৃতি শারফুদ্দিনের প্রথম স্ত্রীর মেয়ে।
Published : 11 Jul 2024, 04:23 PM
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ‘কাঁঠাল পারাকে কেন্দ্র করে’ মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান।
নিহত স্মৃতি আক্তার (২৬) ওই গ্রামের শারফুদ্দিনের মেয়ে। এ ঘটনার পর থেকে শারফুদ্দিন (৬০) পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি আবু বকর বলেন, স্মৃতি আক্তার শারফুদ্দিনের প্রথম স্ত্রীর মেয়ে। পারিবারিক দ্বন্দ্বের কারণে বেশ কয়েক বছর আগে স্মৃতির মা সালমা আক্তারকে তালাক দেন শারফুদ্দিন।
“তবে প্রথম স্ত্রী সালমার বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেওয়া পাঁচ লাখ টাকা এবং কাবিনের টাকা না পাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে বিচার সালিশ করে সমাধানের চেষ্টা করেন।”
আবু বকর বলেন, “এদিকে প্রথম স্ত্রীর সালমার সন্তানেরা শারফুদ্দিনের দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারছিলেন না। জমিজমা ও টাকা-পয়সা নিয়ে প্রথম স্ত্রীর সন্তানের সঙ্গে বাবা ও সৎ মায়ের দীর্ঘদিন ধরেই পারিবারিক বিরোধ চলছিল।”
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে স্মৃতি দা নিয়ে বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল পারতে গেলে তার বাবা ও সৎ মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ সময় স্মৃতিকে কাঁঠাল পারতে বারণ করলে তার মায়ের গাছের কাঁঠাল কাটতে গেছেন বলে জানান।
“এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শারফুদ্দিন উত্তেজিত হয়ে মেয়ের কাছ থেকে দা নিয়ে তাকে কুপিয়ে খুন করে পালিয়ে যান।”
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই শারফুদ্দিন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষেয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।