“সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু বৈষম্য বিস্তর।”
Published : 15 Dec 2024, 12:46 AM
কুষ্টিয়া সদরে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক সমাবেশ হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এতে বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আত্মত্যাগ, সেই উদ্দেশ্য পূরণের কোনো লক্ষণ এখনও দৃশ্যত হচ্ছে না।
এর প্রধার কারণ হিসেবে পতিত ফ্যাসিবাদ সরকারের রেখে যাওয়া ফ্যাসিস্ট প্রশাসনকে দায়ী করেছেন তিনি।
তিনি বলেন, “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু বৈষম্য বিস্তর। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়ি ভাড়া পেলেও আমরা পাই এক হাজার টাকা। দেশে কোথায় বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই।
“বিগত বিএনপি সরকারের শেষের দিকে শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবি তুলেছিলেন। বিএনপির তৎকালীন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার নির্বাচনী ইশতেহারেও জাতীয়করণের বিষয়টি এনেছিলেন। বর্তমানে তারেক রহমান সেই প্রতিশ্রুতি রক্ষার সিদ্ধান্ত নিয়েছেন।”
সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি আইনুদ্দিন এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা হামিদুর রহমান বকুল উপস্থিত ছিলেন।