একদিন আগে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী খালে হাত পা পরিষ্কার করতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে জানায় পুলিশ।
Published : 18 Oct 2024, 06:17 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বিকালে বান্দরবানের মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদেরকে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারক মো. নুরুল হক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ দাশ।
আসামিরা হলেন- উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যৌথ খামার পাড়ার বাসিন্দা মো. সেলিম (২৩) এবং একই এলাকার বাসিন্দা মতিউর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বাইশারী ইউনিয়নে মারমা সম্প্রদায়ের বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠে।
এ ঘটনায় ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে সেলিম এবং মতিউর রহমান নামে নাইক্ষ্যংছড়ি থানায় ধর্ষণের মামলা করেন।
মামলার বরাতে জিআরও বিশ্বজিৎ দাশ জানান, বৃহস্পতিবার প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান থাকায় ওই কিশোরীকে বাড়িতে রেখে তার মা পাড়ার মন্দিরে যান। এ ছাড়া পাড়ার লোকজন ফানুস বাতি বানানো ও অন্য কাজে ব্যস্ত ছিল। বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী বাংলায় কথাও বলতে পারে না।
“সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই কিশোরী পাড়ার খালে হাত পা পরিষ্কার করতে খালের সিঁড়ি বেয়ে নিচে নামচ্ছিল। এ সময় আসামিরা তাকে অনুসরণ করেন। মতিউর সিঁড়ির উপর বসে পাহারা দেন। আর সেলিম ওই কিশোরীকে বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করেন।”
“পরে এক প্রতিবেশী ওই কিশোরীকে খালে যেতে দেখে খুঁজতে যান। বাঁশ ঝাড়ে তাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলে, সে ধর্ষণের ঘটনাটি জানায়। তাৎক্ষণিক এলাকার লোকজন মতিউরকে আটক করে পুলিশে দেয়।”
পরে পুলিশ অভিযান চালিয়ে রাত ২টার দিকে সেলিমকে গ্রেপ্তার করে বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।