শ্বশুরবাড়ি গিয়ে ‘অপহৃত’, একদিন পর মিলল হাত-পা বাঁধা মরদেহ

পূর্বশত্রুতা কিংবা রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 03:28 PM
Updated : 16 March 2023, 03:28 PM

কক্সবাজারের উখিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ‘অপহরণের শিকার’ এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধারের কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত উপ মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর।

নিহত ৩৫ বছর বয়সী মো. মাহবুবর রহমান কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা আবু শামার ছেলে।

স্থানীয়দের বরাতে এডিআইজি আমির জাফর বলেন, “বুধবার সকালে শ্বশুরবাড়ি বেড়াতে যান মাহবুবর।

“সেখান থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।”

সকালে আশ্রয় শিবিরের সীমানা লাগোয়া পাহাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন আমির জাফর।

পূর্বশত্রুতা কিংবা রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে মাহবুবরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এডিআইজি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এপিবিএন কর্মকর্তা মোহাম্মদ আমির জাফর।