গাজীপুরে তেলের লরির চাপায় বাবা ও প্রতিবন্ধী ছেলে নিহত

চালকসহ লরিটি আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 02:47 PM
Updated : 26 May 2023, 02:47 PM

গাজীপুর মহানগরের পুবাইলে তেলের লরির চাপায় বাবা ও প্রতিবন্ধী ছেলে নিহত হয়েছেন। ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করছিলেন বাবা।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগরের মীরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুবাইল থানার এসআই মিল্টন কুমার কুণ্ড জানান। চালকসহ লড়িটি আটক করেছে পুলিশ।

নিহত মো. জলিল হোসেন (৬৪) ও তার ১৪ বছর বয়সী ছেলে মো. শহীদ শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার জালকাটা গ্রামের বাসিন্দা।

তারা গাজীপুরের পুবাইল এলাকার আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন। এ ঘটনায় আটক লড়ির চালক শ্রী সুজন মাল্লা (৩৫) জামালপুর ঝেলার মাদারগঞ্জ থানার বীর ভাটিয়ানী থানার চাম্পা মাল্লার ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার নাওজোরে ভাড়া বাসায় থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবন্ধী ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে পুবাইলের মীরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় জলিল হোসেন ভিক্ষা করছিলেন।

বেলা সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের দিকে আসা একটি তেলের লরি জলিলসহ হুইল চেয়ারে বসা তার প্রতিবন্ধী ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুবাইল থানার এসআই মিল্টন কুমার আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।