নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু।
Published : 15 Aug 2023, 09:27 AM
ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া।
নিহতরা হলেন, মিনা বেগম (২৫), মোসাম্মৎ তিশা (১৫), দেড় বছর বয়সী শিশু সোয়াইবা ও জেসমিন আক্তার (৩০)। নিহতদের মধ্যে তিনজন ওই কারখানায় থেকে কাজ করতেন জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্টেশন অফিসার মো. কাজল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে ওই রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর স্থানীয়রা কয়েকজন আমাদের স্টেশনে এসে জানালে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখি ভয়াবহ আগুন লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কারখানার ভেতর থেকে মিনা, তিশা ও সোয়াইবার পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ”
“এ ছাড়া এ ঘটনায় দগ্ধ জেসমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান তিনি।”
নিহতদের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাজল মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারখানার কোনো নাম আমরা এখনও পাইনি।”
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মীও আহত হয়েছেন বলে খালেদা ইয়াসমিন জানান।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।