ডাল কাটার এক পর্যায়ে রেইনট্রি গাছটি সরে গিয়ে পাশের নারিকেল গাছের উপর পড়লে ওই শ্রমিক চাপা পড়েন বলে জানায় পুলিশ।
Published : 18 Nov 2023, 08:31 PM
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়া গাছ কাটতে গিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক শ্রমিক প্রাণ হারিয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সড়কের সোনালী ব্যাংকের পেছনে মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার।
নিহত নাসির হাওলাদার (৪৫) উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ঝড়ে মুসলিমপাড়ার বাসিন্দা ভ্যানচালক মো. হাদি প্যাদার বসতঘরের উপর তার প্রতিবেশীর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। সকালে গাছটি কাটতে ওঠেন নাসির। কাটার এক পর্যায়ে রেইনট্রি গাছটি সরে দিয়ে পাশের নারিকেল গাছের উপর পড়লে মাঝে চাপা পড়েন তিনি।
খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে নাসিরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
গাছ থেকে উদ্ধারের আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানান দশমিনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আনোয়ার হোসেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি আনোয়ার।