কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনা তদন্তে কমিটি

তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 04:59 PM
Updated : 16 April 2023, 04:59 PM

কুমিল্লায় মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনায় পড়ার ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে রেলওয়ে।

রোববার রাতে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবিবুর রহমান জানান, রেলের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, “ট্রেনের দুর্ঘটনার কারণ তদন্তের পরই বলা যাবে। এখনও কোনো কিছুই নিশ্চিত নয়। তবে একটি ট্রেন অপরটিকে ধাক্কা দিয়েছে বলে জানতে পেরেছি।”

নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছন থেকে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৭টি বগি এবং মালবাহী ট্রেনের পেছনের দুইটি বগি লাইনচ্যুত হয়। দুটি ট্রেনই ঢাকামুখী ছিল।

সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে।

দুর্ঘটনায় অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন।