টলিটি আটক করা সম্ভব হয়নি।
Published : 21 Jan 2025, 06:08 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বালুবোঝাই ট্রলির চাপায় সাত বছরের এক শিশুর প্রাণ গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান।
নিহত সোহাগ ওই এলাকার বিপ্লব মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, চন্দ্রখানা সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে বালুবোঝাই একটি দ্রতগামী ট্রলি পেছন থেকে থেকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। আর টলিটিও আটক করা সম্ভব হয়নি।