নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
Published : 16 Oct 2024, 07:49 PM
জাতীয় দৈনিক এখন অনেকটা ব্যবসাপ্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে কাজ করে, ফলে তারা আগে সেই প্রতিষ্ঠানের স্বার্থটাকেই দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
বুধবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে দৈনিক কালবেলার দুই বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, “আগে অল্প কয়েকটা পত্রিকা ছিল। পত্রিকার যারা সম্পাদক ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তারা চিন্তার জগতে স্বাধীন ছিলেন। এখন পত্রিকা অনেকটা বিজনেস হাউজের মুখপত্র হিসেবে কাজ করে। যেখানে বিজনেস হাউজের মুখপত্র হিসেবে একটা পত্রিকা বের হয়, সেখানে সেই পত্রিকা হাউজের মুখপত্র স্বার্থটাকে আগে দেখবে, তারপরে চিন্তা করবে অন্য কী করা যায়।
“টিকে থাকার জন্য মাঝে মাঝে দুই-একটা সুন্দর কথা বলবে, দুই-একটি নিউজ করবে। কিন্তু তার মূল লক্ষ্য হল- যাদের অর্থায়নে পত্রিকা বের হচ্ছে তাদের স্বার্থটা যাতে রক্ষা পায়। তারা যে উদ্দেশ্যে পত্রিকা বের করে তাদের সেই উদ্দেশ্য সফল।”
বিএনপি নেতা বলেন, “এ পত্রিকাগুলো মাঝে মাঝে সরকারবিরোধী কথা বলে না তা নয়, তবে কথাগুলো বলারও একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে, সরকারের উপর চাপ রাখা, যাতে করে সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা আদায় করা যায়, সরকার যেন তাদের পক্ষে কাজ করে।”
এ সময় তিনি বলেন, রাষ্ট্রীয় কারণে সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার হয়নি।
দৈনিক কালবেলার নোয়াখালী ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মাহমুদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সহসভাপতি শাহ্ এমরান সুজন, দৈনিক কালবেলার নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হাসিব আল আমিন।