“মেয়েদের প্রতি এই যে উগ্রতা, সহিংসতা এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে।"
Published : 30 Jan 2025, 05:09 PM
জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে ভাঙচুর ও পরবর্তী সময় ম্যাচটি বাতিল হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের আয়োজনে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।
মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে আবার শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে ইতিহাস বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, “জয়পুরহাটে নারীদের একটি ফুটবল খেলা হতে দেওয়া হয়নি। পূর্বেও আমরা দেখেছি নায়িকাদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না।
“দেশের এই যে পরিস্থিতি নারীদের প্রতি বিভিন্নমাত্রায় সহিংসতা এটার প্রতিবাদ জানাচ্ছি। মেয়েদের প্রতি এই যে উগ্রতা, এই যে সহিংসতা এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং রাষ্ট্রকে এর দায়ভার নিতে হবে।"
স্পোর্টস ক্লাবের সভাপতি বিশাল মাহমুদ বলেন, “নারী খেলোয়াড়রা আমাদের দেশকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক নারী শিক্ষার্থী রেফারি জয়া চাকমা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
“এত কিছুর পরেও আমরা দেখি যে, আমাদের দেশে প্রান্তিক পর্যায়ে নারী খেলোয়াড়দের প্রতি সহিংস আচরণ করা হচ্ছে। জুলাই-অগাস্ট পরবর্তী সময়ে এই সহিংসতা আমরা চাই না।"
গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক ক আব্দুর রশিদ বলেন, “জুলাইয়ে গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের বোনেরা কিভাবে বিপ্লবী ভূমিকা পালন করেছে। তারা বাংলাদেশের যেকোনো অন্যায়ে আপোষহীন মনোভাব লালন করেছে।
“অন্যায়ের বিরুদ্ধে আমাদের বাংলার বাঘিনীরা কখনো পিছপা হয়নি। জয়পুরহাটে নারীদের অবদমিত করবার জন্য যেসব উগ্রবাদী খেলার মাঠে নৃশংস হামলা চালিয়েছে তাদেরকে অতিদ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।"
মঙ্গলবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল খেলা বন্ধ করতে মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের অভিযোগ ওঠে একদল মানুষের বিরুদ্ধে। পরবর্তীতে সেই ম্যাচটি বাতিলও করা হয়।
সেদিনই দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ‘তৌহিদী জনতা’র সঙ্গে আয়োজক কমিটির সদস্যদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার পর নারী ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার ম্যাচটি ফের আয়োজন করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।