কক্সবাজার পৌর ভোট: কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে পুলিশকে নির্দেশ

“নির্বাচন কমিশন এ কাউন্সিলর প্রার্থীর বক্তব্য শুনে অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত হতে পারেনি।”

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 06:23 PM
Updated : 8 June 2023, 06:23 PM

কক্সবাজার পৌরসভার কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদের বিরুদ্ধে কালো টাকা বিতরণ ও সাংবাদিককে মারধরের অভিযোগ তদন্ত করে পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী জামশেদের ব্যাখ্যা নেওয়ার পর নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বলেন, “নির্বাচন কমিশন এ কাউন্সিলর প্রার্থীর বক্তব্য শুনে অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত হতে পারেনি। সত্যতা নিশ্চিত হতে আরও সাক্ষ্যপ্রমাণ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন বলে মত দিয়েছে।

“অভিযোগ ফৌজদারী অপরাধ বিবেচনায় ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিয়ে ৭ দিনের মধ্যে জানাতে কক্সবাজার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।”

Also Read: নির্বাচনী আচরণবিধি: কক্সবাজার পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীকে তলব

এদিকে কক্সবাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরীর বক্তব্যের বিষয়ে তদন্ত করে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‘আট কেন্দ্রে ভোট ডাকা করেছি’ বলে কক্সবাজার পৌরসভায় এক অনুষ্ঠানে এক মেয়রপ্রার্থীর পক্ষে প্রচারণায় কায়েস এমন বক্তব্য দেন বলে বৃহস্পতিবার একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।