সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
Published : 23 Nov 2024, 09:25 PM
দীর্ঘ ১৫ বছর পর বান্দরবানে হল নৌকা বাইচ প্রতিযোগিতা। যা দেখতে ভিড় জমিয়েছেন হাজারেরও বেশি মানুষ।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে সাঙ্গু নদীর উজানিপাড়া সমিল ঘাটে এ বাইচ অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, চর্চার অভাবে নৌকা বাইচসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছিল।
এসব ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের চর্চা পুনরায় ফিরিয়ে আনা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী নৌকাবাইচ, প্রীতি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাটমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিকস, বলিখেলা, তৈলাক্ত বাঁশ আরোহনসহ মোট ১১টি খেলার আয়োজন করা হয়েছে। প্রথম দিনে হল নৌকা বাইচ।
এ প্রতিযোগিতায় জেলা সদরের নারী-পুরুষ মিলে ১৮টি দলে মোট ১৪৪ জন প্রতিযোগী অংশ নেন বলে আয়োজকরা জানান।
বাইচে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা।
পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা প্রতিবছর আয়োজনের দাবিও জানান তারা।
অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই সভাপতিত্ব করেন।
এতে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম ও উবাথোয়াই মারমা ছিলেন।