রাতে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ওই কিশোরকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়, এলাকাবাসীর বরাতে জানায় পুলিশ।
Published : 10 Feb 2025, 10:50 PM
বগুড়ায় অজ্ঞাতনামাদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে বলে শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী জানান।
নিহত ফাহিম হোসেন (১৬) বগুড়া শহরের চকফরিদ কলোনীর ফরহাদ হোসেনের ছেলে ও ফয়জুল্লাহ স্কুলের দশম শ্রেণির ছাত্র।
এলাকাবাসীর বরাতে এসআই ফজলে এলাহী বলেন, “পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কে বা কারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন বলেন, “স্কুলছাত্র খুনের পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।