নারায়ণগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে লেগুনা ও ইজিবাইক চালক নিহত

কাভার্ডভ্যানটির চালক পালিয়েছেন বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2022, 04:51 PM
Updated : 9 Nov 2022, 04:51 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কাভার্ডভ্যান, লেগুনা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লেঙ্গুরদী এলাকায় আড়াইহাজার-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান।

নিহতরা হলেন আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২) এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের বিল্লালের ছেলে দ্বীন ইসলাম (৪৫)।

এদের একজন লেগুনা এবং অপরজন ব্যাটারি চালতি ইজিবাইক চালক বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর আড়াইটার দিকে উপজেলার লেঙ্গুরদি এলাকায় কাভার্ডভ্যান, লেগুনা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনা চালক রতন। তার মরদেহ লেগুনার ভেতর থেকে বের করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর আহত ইজিবাইক চালক দ্বীন ইসলামকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাভার্ডভ্যানটির চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশের হেফাজতে আছে। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।