মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, শিশুটি তার মায়ের সঙ্গে সৎবাবার বাড়িতে থাকছিল।
Published : 14 Jul 2024, 08:40 PM
মুন্সীগঞ্জে ৩ বছর ৫ মাস বয়সি শিশুকে হত্যার দায়ে সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার দুপুরে জেলার প্রথম অতিরিক্ত দায়রা জজ মোতাহার আক্তার ভূঁইয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পিপি অজয় চক্রবর্তী জানান।
সাজাপ্রাপ্ত মাধব চন্দ্র পাল জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরার বাসিন্দা।
মামলার নথির বরাত দিয়ে পিপি অজয় চক্রবর্তী জানান, শিশু অনিক চন্দ্র দাস তার মায়ের সঙ্গে সৎবাবার বাড়ি ইছাপুরায় বসবাস করছিল।
২০১৮ সালের ২৮ এপ্রিল মাধব চন্দ্র দুপুরের খাবার খাচ্ছিলেন। তখন হামাগুড়ি দিয়ে শিশুটি তার সামনে আসে। এতে ক্ষিপ্ত হয়ে গলা টিপে শিশু অনিককে হত্যা করেন সৎবাবা মাধব। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আইনজীবী অজয় চক্রবর্তী আরও জানান, এ ঘটনায় শিশুটির প্রকৃত বাবা, সদর উপজেলার মীরকাদিমের গোপলনগরের কৃষ্ণ চন্দ্র দাস থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে শিশুটির মা অনিতা দাস আদালতে সাক্ষ্য দেন।