সম্প্রতি সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান।
Published : 16 Feb 2025, 11:53 PM
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ গ্রাম কবিরমামুদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান।
দোলনা আক্তার ওই গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, সম্প্রতি ঢাকাসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে ঢাকা থেকে তিনি গ্রামের বাড়ি চলে আসেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি মামুনুর রশীদ বলেন, “দোলনা আক্তারকে ৪ অগাস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রামে আদালতে পাঠানো হবে।”