শনিবার নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাংলাদেশি দুই কৃষককে বাধা দিয়েছিল বিএসএফ সদস্যরা।
Published : 13 Jan 2025, 08:00 PM
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে ফাঁকা গুলি ছুড়েছে বিএসএফ।
সোমবার ভোররাতে ঘোজাডাঙ্গা সীমান্তের ভিতরে শিবতলা এলাকা থেকে গুলির শব্দ আসে বলে স্থানীয়রা জানিয়েছেন।
যদিও সাতক্ষীরা-৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা বলেন, “এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। গুলির ঘটনার সঙ্গে সীমান্তের কোনো সম্পর্ক নেই।”
ভোমরা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান বলেন, ভোর ৫টার দিকে ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় চারটি গুলির শব্দ শোনেন তারা। তীব্র্র শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকার নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকালে নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ সদস্যরা।
পরে ওদিন দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। ১৫ জানুয়ারি সার্ভেয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হয়।
সাতক্ষীরা সীমান্তে জমি চাষে বিএসএফের বাধা, পতাকা বৈঠক
সোমবার খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী বলেন, “গুলি বা সাউন্ড যেটিই হোক ভারতের অভ্যন্তরে ঘটেছে। তবে রেগুলার রুটিন ওয়ার্ক হিসেবে বিজিবি বিএসএফের কাছে ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিল।
“বিএসএফ বলেছে, চোরাকারবারী দেখে তাদের নিবৃত্ত করতেই এই ঘটনাটি ভারতের ৩০০ গজ ভেতরে তারা ঘটিয়েছে।”
তবে বিজিবি সবসময়ই সীমান্তে অতন্দ্র প্রহরী, বলেন কর্নেল মেহেদী।