বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তের কলসিরমুখ এলাকা থেকে দুজনকে আটক করা হয় বলে বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়।
Published : 26 Sep 2024, 02:09 AM
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী বিওপির বিজিবির সদস্যরা ওই দুইজনকে আটক করে সন্ধ্যায় থানায় সোপর্দ করেন বলে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন।
আটকরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণামরী গ্রামের রমজান আলীর ছেলে আলম (৩০) ও একই গ্রামের মণ্ডল মোহাম্মদের ছেলে রহিম (৩০)।
দিবাকর অধিকারী বলেন, এ ঘটনায় রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা হয়েছে।
বিজিবির বরাতে তিনি আরও বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের কলসিরমুখ নামক এলাকার ৩৭৯/৮ এস মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন আলম ও রহিম। এসময় সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা দেখতে পেয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করেন।