“আমাদের দাবি সূর্যের আলো ফোটার পর থেকে রাত ৯টা পর্যন্ত এসব অবৈধ ট্রলি ও বালুভর্তি ডাম্প ট্রাক রাস্তায় চলাচল বন্ধ রাখতে হবে।”
Published : 18 Feb 2025, 09:16 PM
কুষ্টিয়ায় সড়কে অবৈধ যানবাহনের চাপায় একের পর এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
তারা সড়কে বেপরোয়া গতিতে চলাচল করা শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি এবং বালু/মাটিবাহী ডাম্প ট্রাকের মতো অবৈধ যানবাহন বন্ধের দাবি জানান।
মঙ্গলবার সকালে চৌড়হাস মোড়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অষ্টম শ্রেণির শিক্ষার্থী লাভলি খাতুন বলেন, “রাতে-দিনে এসব ট্রলির বিকট শব্দে আমাদের স্বাভাবিক জীবন নষ্ট হচ্ছে। ঘাতক এই ট্রলি চাপায় গত দুদিনে কুষ্টিয়া এবং দৌলতপুরে দুজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
“আমরা এখন বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছি। আমরা বিচার চাই এবং রাস্তায় সব ধরনের অবৈধ গাড়ি বন্ধ চাই।”
অপর এক শিক্ষার্থী ফেরদৌস আহমেদ বলেন, “আমাদের স্কুল টাইমে কোনো বালুবাহী যানবাহন চলতে দিব না। সড়কে আর কোনো ছাত্র/ছাত্রীর প্রাণ ঝরতে দিব না।”
মানববন্ধনে অংশগ্রহণ করা মানবাধিকারকর্মী শাহরিয়ার রুবেল বলেন, “আমরা চাই না অবৈধ গাড়ির কারণে সড়কে এভাবে তাজা প্রাণ ঝরে যাক। তাই আমরা আমাদের সন্তানদের নিরাপদে চলাচল করার জন্য যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি। সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে।”
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের সভাপতি কে এম জাহিদ বলেন, “জেলার পুলিশ ও জেলা প্রশাসনের আইন-শৃংখলা সভায় একাধিকবার বলার পরেও এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ।
“অভিযোগ আছে আর্থিক সুবিধার বিনিময়ে এসব বাহন নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন-শৃংখলা বাহিনী এগুলি না দেখার ভান করেন বলেই সড়কে এসব অবৈধ ট্রলি ও ডাম্পট্রাকের চলাচল অবাধ ও বেপরোয়া হয়ে উঠেছে।”
তিনি দাবি জানিয়ে বলেন, “আমাদের দাবি সূর্যের আলো ফোটার পর থেকে রাত ৯টা পর্যন্ত এসব অবৈধ ট্রলি ও বালুভর্তি ডাম্প ট্রাক রাস্তায় চলাচল বন্ধ রাখতে হবে।”
রোববার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে চৌড়হাস ফুলতলা এলাকায় ট্রলি চাপায় ইব্রাহিম (৬) নামে প্রথম শ্রেণির শিক্ষার্থীর এবং পরদিন সোমবার দৌলতপুর উপজেলায় বাবার খাবার দিতে গিয়ে ট্রলি চাপায় সাকিব (১২) নামে পঞ্চম শ্রেণির আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, “সড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের জন্য অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কিছু অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে, এগুলি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।”
পুরানো খবর
কুষ্টিয়ায় স্কুলে যাওয়ার পথে ট্রলি চাপায় শিক্ষার্থীর মৃত্যু