দুই শিক্ষার্থীতে আটক করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।
Published : 24 Feb 2025, 11:06 PM
নাটোরের সিংড়ায় স্কুল মাঠে ফুটবল খেলার সময় পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর মারধরে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান সিংড়ার থানার ওসি মো. আসমাউল হক।
নিহত মো. নাহিদ (৯) বড়গাঁও পূর্বপাড়ার মো. হাফিজুল ইসলাম ছেলে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির পরিবার ও স্থানীয়রা বলেন, দুপুরে ফুটবল খেলার সময় বিদ্যালয়ের মাঠের পাশে বসেছিল নাহিদ। এসময় বল ছুটে এসে তার গায়ে লাগলে। এ নিয়ে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীর সঙ্গে নাহিদের ঝগড়া বাধে। এক পর্যায়ে তাদের মারধরে নাহিদ মাটিতে পড়ে জ্ঞান হারায়। স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
সিংড়া থানার ওসি আসমাউল বলেন, “খবর পেয়ে শিশু নাহিদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
“যাদের মারপিটে নাহিদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে, পঞ্চম শ্রেণির সেই দুই শিক্ষার্থীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।”
ওসি বলেন, “বল দিয়ে বুকে মারা ও মারপিট দুই ধরনের তথ্যই প্রাথমিকভাবে স্থানীয়দের কাছে জানা গেছে।
“নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”