“সজিব মন্টিকে তুই বলায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।”
Published : 27 Mar 2025, 09:09 AM
ময়মনসিংহ নগরীতে আড্ডার মধ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান।
নিহত ২০ বছর বয়সী মো. সজিব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে। সে বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতো।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি শফিকুল বলেন, “রাতে হামিদ উদ্দিন রোডে সজিব ও শফিক মিয়ার ছেলে মন্টিসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজিব মন্টিকে তুই বলায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পরপরই মন্টি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।