পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে খোঁজাখুঁজি করে কিছু দূরেই একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের কাটা মাথা ও হাত উদ্ধার করে।
Published : 12 Nov 2024, 02:50 PM
ঢাকার সাভারে এক গৃহবধূর চার টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের স্বামীকে।
সোমবার গভীর রাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁর পিছন থেকে ওই নারীর খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ ওয়াজেদ।
নিহত গৃহবধূ শান্তনার (২৮) বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া এলাকায়। তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তার স্বামী নয়ন (৩৫) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর (রাজমিস্ত্রী)।
এসআই ওয়াজেদ বলেন, রাতে দত্তপাড়া এলাকায় মাথা ও দুই হাতের কবজি কাটা এক নারীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।
গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে খোঁজাখুঁজি করে কিছু দূরেই একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের কাটা মাথা ও হাত উদ্ধার করে।
তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, দুই থেকে তিন দিন আগে এ হত্যাকাণ্ড হতে পারে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
লাশ উদ্ধারের বিষয়ে জানতে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞাকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।