আহতদের মধ্যে বাসটির চালকও আছেন বলে পুলিশ জানায়।
Published : 17 Jan 2025, 05:18 PM
বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন বাসের চালকসহ ১০ জন।
শুক্রবার ভোররাতে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান।
নিহত ট্রাক চালক মাহবুব হোসেন (৪৫) সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় দুই যানবাহনের চালকসহ ১০ জন উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসকরা ট্রাক চালক মাহবুবকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।