বিজ্ঞপ্তিতে বিএনপির কমিটি দুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সেখানে পরে নতুন কমিটি করা হবে বলে জানান হয়েছে।
Published : 21 Sep 2024, 01:57 PM
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া একই উপজেলায় যুবদল ও ছাত্রদলেরও সব ধরণের কমিটিও বাতিল করা হয়েছে।
শুক্রবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির কমিটি বিলুপ্তের কথা জানান হয়।
বিজ্ঞপ্তিতে কমিটি দুটি বাতিলের কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে সেখানে পরে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানান হয়েছে।
তবে স্থানীয়রা বলছেন, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হাজীগঞ্জে সব কিছুর নিয়ন্ত্রণ করতে শুরু করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয় গ্রুপিং ও দ্বন্দ্বের। যার জেরে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে হাজীগঞ্জ বাজারে দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হন।
এমন উদ্ভূত পরিস্থিতিতেই কমিটিগুলো বাতিল করা হয়েছে ধারণা করে এ সাংগঠনিক সিদ্ধান্তকে ‘সময়োপযোগী’ বলছেন অনেকেই।
এদিকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ পৌর যুবদল এবং তাদের অধীন ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে এক চিঠিতে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল।
এছাড়া একই দিনে হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব ধরনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলা ছাত্রদলের অধীন হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিরসমূহ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হল।
শিগগিরই ওই ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির শুক্রবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানানে হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন