ঘটনার পরপরই অটোরিকশাসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Published : 06 Jun 2024, 11:39 PM
কক্সবাজারের টেকনাফে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।
নিহত মো. ছফর আলী (৭০) হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, বিকালে মিনাবাজার স্টেশন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ছফর আলী। এসময় কক্সবাজারমুখি একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তা উপর পড়ে যান।
পরে স্থানীয়রা ছফর আলীকে উদ্ধার করে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। আর ঘটনার পরপরই অটোরিকশাসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।