‘ইলিশ রান্না না করায়’ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ভোলার ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2024, 06:08 PM
Updated : 25 March 2024, 06:08 PM

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘ইলিশ মাছ রান্না না করায়’ মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় তার ছেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির।

নিহত নাছিমা বেগম (৫০) ওই গ্রামের দুলাল হাওলাদারের স্ত্রী। আটক ছেলের নাম রাহাত হোসেন (৩০)।

এ ঘটনায় আহত একই গ্রামের নাজু মৃধার স্ত্রী জাহানারা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি শাহীন ফকির বলেন, “সন্ধ্যায় ইফতারের পর রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বলেন। রাহাতের স্ত্রী ও বাবা ঢাকায় থাকায় তার মা বলেন, ‘বাড়িতে কেউ নেই, একা সংসারের অন্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারব না’।

“মাকে ইলিশ রান্না করতে আবারও অনুরোধ করেন রাহাত। এ নিয়ে মায়ের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে রাহাত দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পাশে বসে থাকেন।”

ঘটনার সময় প্রতিবেশী জাহানারা বাধা দিতে গেলে রাহাত তাকেও কুপিয়ে জখম করেন বলে জানান ওসি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পাশাপাশি নিহতের ছেলেকে আটক করে বলে জানান ওসি শাহীন ফকির।