দিনাজপুরের রাইস মিলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2024, 09:03 AM
Updated : 22 Feb 2024, 09:03 AM

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যরাতে রাইস মিলে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ।

গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৬৮), শামি (৩০), আব্দুস সোহাগ (৩৭) ও নুরুল হোসেন (৫০) এবং হাকিমপুর উপজেলার আলিম হোসেন (৪০) ও চিরিরবন্দর উপজেলার জারিফুল ইসলাম (৪৫)।

পুলিশ সুপার ইফতেখার বলেন, গত ১৫ ফেব্রুয়ারি হাকিমপুর উপজেলার মধ্য রাতে গণেশ প্রসাদ সাহার রাইস মিলে ডাকাতি ঘটনায় ঘটে। ঘটনার পরদিন চার লাখ টাকা লুটের অভিযোগে গনেশ প্রসাদ সাহা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন।

তিনি বলেন, মিলের সিসি টিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। এরপর থানা এবং ডিবি পুলিশ সমন্বয়ে অভিযান চালিয়ে বুধবার জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

“এ সময় আসামিদের কাছ থেকে ৯ হাজার টাকাসহ ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।”

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের মধ্যে আব্দুস সোহাগের বিরুদ্ধে ১০, শামিমের বিরুদ্ধে ১৪ এবং আব্দুর রহিমের বিরুদ্ধে পাঁচটি করে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসপি।