কেরানীগঞ্জে সড়কের পাশে ব্যবসায়ীর লাশ, বুকে অস্ত্রের ক্ষত

মরদেহের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু-পেঁয়াজের ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 08:08 AM
Updated : 18 March 2024, 08:08 AM

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে; তার বুকে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান জানান, উপজেলার আমবাগিচা খালপাড় এলাকার সড়কের পাশ থেকে রোববার লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত শুকু আলী (৩৯) পাশের নবাবগঞ্জ উপজেলার আগলার চর মধুচরিয়া গ্রামের ওয়াইজ উদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ বলছে, শুকু সবজি কিনতে পুরান ঢাকার শ্যামপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশে পড়ে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে আলু-পেঁয়াজের ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]