এ ঘটনায় দুই গাড়ির চালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে।
Published : 24 Sep 2024, 08:30 PM
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আলাদা অভিযানে ১৬৬ বস্তা জিরা ও ৩০০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই গাড়ির চালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বাস স্ট্যান্ডের পাশে গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে ১৬৬ বস্তা জিরা এবং সোমবার সকালে একই স্থান থেকে ৩০০ পিস কম্বল জব্দ করা হয় বলে জানান ফুলপুর থানার ওসি আব্দুল হাদী।
আটকরা হলেন- হালুয়াঘাট উপজেলার মুনছুর আলীর ছেলে মো. মমিন উল্লাহ (২৫), মিলন মিয়ার ছেলে ইমন মিয়া (২১), মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের প্রয়াত সোহেল হোসেনের ছেলে তামীম হোসেন (২৪) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২২)।
ওসি আব্দুল হাদী জানান, হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বিভিন্ন পণ্য আসছে, এমন খবর পেয়ে সড়কে চেকপোস্ট বসানো হয়। সকালে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬৬ বস্তায় চার হাজার ৯৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক মমিন উল্লাহ ও তার সহকারী ইমন মিয়াকে আটক করা হয় বলে জানান তিনি।
এর আগে সোমবার সকালে একই স্থানে চেকপোস্ট বসিয়ে একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ভারতীয় কম্বলসহ চালক তামীম হোসেন ও তার সহকারী রাসেল মিয়াকে আটক করা হয় বলে জানান ওসি।
আটক চারজনের বিরুদ্ধে আলাদা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আব্দুল হাদী।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।