সকালে সড়ক থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
Published : 26 Mar 2025, 04:09 PM
নওগাঁ সদর উপজেলায় সড়ক থেকে অচেতন অবস্থায় ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে; যারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন বলে ভাষ্য পুলিশের।
বুধবার সকাল ১০টায় শহরের বাইপাস বরুনকান্দি মোড়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী।
তাদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ওসি নুরে আলম জানান, অচেতনরা সবাই পেশায় নির্মাণ শ্রমিক। তারা ঢাকা থেকে ট্রাক করে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। পথে ভোরে সেহেরির খাবার হিসেবে পাউরুটি, কলা ও পানি খেয়েছিলেন। এর কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন তারা।
ধারণা করা হচ্ছে, ভোরে বরুনকান্দি মোড়ে তাদের ফেলে রেখে চলে যায় অজ্ঞান পার্টির লোকজন। সকাল ৮টার দিকে সড়কে তাদের পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
জ্ঞান ফেরা এক শ্রমিক বলেন, তার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে গেছে। এ ছাড়া অন্যরা অজ্ঞান থাকায় কিছু জানা যায়নি।