আমিরাতে সম্মাননা পেলেন ১২ বাংলাদেশি রেমিটার্স

সম্মাননা তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ

জাহাঙ্গীর কবীর বাপপিসংযুক্ত আরব আমিরাত থেকে
Published : 13 Feb 2023, 03:24 PM
Updated : 13 Feb 2023, 03:24 PM

দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সংযুক্ত আরব আমিরাতে সম্মাননা পেলেন ১২ প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় রোববার রাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহার নাজিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

বক্তব্য দেন দূতাবাসের শ্রম কাউন্সেলর আব্দুল আলিম মিয়া, জনতা ব্যাংক সংযুক্ত আরব আমিরাত শাখার প্রধান নির্বাহী কামরুজ্জামান, মাহবুব খোন্দকার, সংবাদকর্মী জাহাঙ্গীর কবীর বাপপি, গোলাম কাদের ইফতি, মোজাম্মেল চৌধুরী, আসিফ ভূঁইয়া ও মোহাম্মদ সাগর রানা। 

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার মাধ্যমে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা নিতে প্রবাসীদের আহ্বান জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

তিনি তার বক্তব্যে দূতাবাসের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র কার্যক্রম চালু, বাংলাদেশ বিমানের ভাড়া অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে সামঞ্জস্য করা, প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে প্রেরণ, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের লভ্যাংশ ও ক্রয়সীমা শিথিল, ব্যাংকিং ও অন্যান্য বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ বিবেচনার আশ্বাস দেন।