আড্ডার আয়োজন করেছে অস্ট্রেলিয়া প্রবাসীদের সাহিত্য সংগঠন ‘প্রশান্তিকা’।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৈশাখী মেলা করেছে প্রবাসী বাংলাদেশিরা। এতে নানা আয়োজনের মধ্যে ছিল আনন্দ-শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু-কিশোরদের ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার ডালাসের প্ল্যানো এম্ফিথিয়েটারে এ আয়োজন করে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস’ (বান্ট)।
মেলার মূল পরিকল্পনা ও দিক-নির্দেশনায় ছিলেন ব্যান্টের সভাপতি হাসমত মবিন চৌধুরী, বাস্তবায়নে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক শেখ রশিদ লিমন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারহানা জরেজা ও আর জে রাহি। মেলার বিভিন্ন পর্বে অংশ নেন স্থানীয় প্রায় ৪০ জন শিল্পী, গান শোনান শিল্পী হায়দার হোসেন ও দিনাত জাহান মুন্নি।
মেলা প্রাঙ্গণে ছিলো খাবার ও শাড়ি-কাপড়ের বেশকিছু স্টল। ব্যান্টের সহ-সভাপতি সাগর শামসুদ্দোহার নেতৃত্বে একটি দল মঞ্চসজ্জা ও বিক্রেতাদের অবস্থান তদারকি করেন।