এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘আড্ডা’।
Published : 08 Oct 2024, 04:24 PM
বাংলাদেশে ‘বৈষম্যহীন রাষ্ট্র’ গঠনের প্রত্যাশায় ফ্রান্সের প্যারিসে কবিতাপাঠের আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশি কবি-লেখক ও আবৃত্তিশিল্পীরা।
শুক্রবার সন্ধ্যায় প্যারিসের অবারভিলিয়ের একটি হলরুমে ‘ছন্দ, কবিতায় বলি সুন্দর আগামীর প্রত্যাশা’ শিরোনামে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘আড্ডা’।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক ও অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল। সূচনা বক্তব্য দেন আড্ডার সংগঠক ও সংস্কৃতিকর্মী রাকিবুল ইসলাম।
আবৃত্তিশিল্পী লায়লা আফরোজ কবিতা-আবৃত্তি নিয়ে তার বিশ্লেষণধর্মী শিল্পভাবনা তুলে ধরেন। পরে কবি, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পীরা একে একে মঞ্চে উঠে তাদের কবিতা পাঠ করেন।
আবৃত্তি করেন চৌধুরী রেজাউল হায়দার, মেরি হাওলাদার ও আবু বাকার আল আমিন। গান শোনান কণ্ঠশিল্পী কুমকুম সায়েদা।
আলোচনা করেন সংগীতশিল্পী আরিফ রানা, সলিডারিতে আজি ফ্রান্সের (সাফ) সভাপতি নয়ন এনকে, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, আমার বাংলার পরিচালক এসকে শামিম, প্রবাসী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমেদ ও ইউনিভার্সাল বাংলা নিউজের নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু।