জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটিকে যুক্তরাষ্ট্র-প্রবাসীদের শুভেচ্ছা

নতুন সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রবাসী লেখক-সাংবাদিকরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2023, 08:23 AM
Updated : 3 Jan 2023, 08:23 AM

জাতীয় প্রেস ক্লাবের নতুন নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র-প্রবাসী লেখক-সাংবাদিকরা।

শনিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ১৭ সদস্যের কমিটির নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। দুই বছর মেয়াদি নতুন কমিটিতে (২০২৩-২৪) সভাপতি হিসেবে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত নির্বাচিত হন।

সোমবার ঢাকায় প্রেস ক্লাবে গিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রবাসী লেখক-সাংবাদিকরা।

এতে উপস্থিত ছিলেন নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, গোলাম ফারুক ভূইয়া, লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ ও হেমায়েত হোসেন।

এসময় ফরিদা ইয়াসমিন বলেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও সবচেয়ে বেশি আন্তরিক প্রবাসীদের ব্যাপারে। সে ব্যাপারটি বিবেচনায় রেখে সবাই যেন বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠান এটি হচ্ছে আমার অনুরোধ প্রবাসীদের প্রতি।”