নির্বাচনে জয় উপলক্ষ্যে তাদের সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা।
Published : 12 Nov 2024, 05:08 PM
বাংলাদেশের কল্যাণে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে জয় পাওয়া স্টেট সেনেটর বিল গ্যানন এবং স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল বি খান।
রোববার বিকালে নিউ হ্যাম্পশায়ার স্টেটের সিব্রুকস শহরে তাদের সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা।
এতে রিপাবলিকান পার্টির স্টেট সেনেটর বিল গ্যানন এবং স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল বি খান বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, সুশাসন এবং গণতান্ত্রিক অভিযাত্রায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাব। এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে দ্বিধা করবো না।”
তারা জানান, প্রবাসী বাংলাদেশিরা মেধাবী ও পরিশ্রমী। তারা যুক্তরাষ্ট্রের উন্নয়নে অবদান রাখছেন। এজন্য তাদের মাতৃভূমির কল্যাণে আমরা কাজ করতে চাই।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার স্টেটে ষষ্ঠবারের মতো স্টেট রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হন বাংলাদেশি-আমেরিকান আবুল বি খান।
পিরোজপুরের সন্তান আবুল রিপাবলিকান পার্টির সাংগঠনিক কাঠামোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘সান্নিধ্যে রয়েছেন’ বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ -এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আলিম খান আকাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহ ও আফসার খান।