মতবিনিময় সভা পরিণত হয় ক্ষোভ জানানোর সভায়।
Published : 27 Aug 2024, 03:49 PM
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসানের সঙ্গে মতবিনিময় সভায় দীর্ঘদিনের ‘ক্ষোভ ও অভিযোগ’ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো।
শুক্রবার বিকেলে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দলটির নেতা-কর্মীরা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি বাবলুর রহমান খান এবং সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন।
তারা বলেন, ‘হাই কমিশনকে প্রবাসীবান্ধব করার জন্য সব প্রবাসীদের পক্ষে অচিরেই সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হবে। মালায়শিয়া বিএনপির স্পষ্ট অবস্থান, অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সারা বিশ্বে বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, কোন প্রকার হয়রানি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।’
হাই কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রদূত প্রতিনিধি দলের দাবিগুলো বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম এবং মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ।