তিনি ওই হোটেলের অভ্যর্থনা টেবিলে চাকরি করতেন।
Published : 08 Oct 2024, 02:31 PM
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অতিথিদের স্বাগত জানাতে গিয়ে ‘বাকবিতণ্ডায় জড়িয়ে’ গুলি খেয়ে বাংলাদেশি-আমেরিকান এক হোটেল কর্মী নিহত হয়েছেন।
নিহত মোহাম্মদ শাহরিয়ার ইসলাম অর্ণবের (২৮) বাড়ি কিশোরগঞ্জে। তিনি ওই হোটেলের অভ্যর্থনা টেবিলে চাকরি করতেন।
শুক্রবার দুপুরে নিউ জার্সির ফেয়ারফিল্ড কাউন্টির ব্রিজরোডে অবস্থিত রামাদা ইন হোটেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে নিউ জার্সি পুলিশ।
এসেক্স কাউন্টির সরকারি কৌশলী টেড স্টিফেন্স স্থানীয় গণমাধ্যমকে জানান, ওইদিন হোটেলে কক্ষ ভাড়া নিতে আসা এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয় অর্ণবের। এক পর্যায়ে ওই ব্যক্তি অর্ণবকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
সেসময় আরেকজন সহকর্মী এগিয়ে এলে তিনিও গুলিবিদ্ধ হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত অর্ণবের ভাই তানজিল ইসলাম জানান, অর্ণব তার স্ত্রী এবং ৮ মাস বয়সী মেয়েসন্তান নিয়ে ফেয়ারফিল্ড শহরেই বাস করতেন।
ফিলাডেলফিয়ার ডেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়াশোনা করার পাশাপাশি হোটেলে চাকরি করতেন তিনি। যুক্তরাষ্ট্রে আসার আগে চীনের ন্যানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়েন অর্ণব।
স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত ঘাতক গ্রেপ্তার হয়নি বলে নিউ জার্সির পুলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়। তবে ঘাতক শনাক্তে পুলিশি তৎপরতা চলছে।
নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন থেকে প্রায় ২০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত রামাদা ইন হোটেলে এ ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাদের অনেকের ধারণা, এ হামলা ‘জাতিগত বিদ্বেষ’ থেকে হতে পারে।