ডনাল্ড ট্রাম্পের জয়ে ‘সংকট ও অশান্তি’ থেকে মুক্তি আসবে বলে প্রত্যাশা প্রবাসীদের।
Published : 07 Nov 2024, 01:01 PM
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের জয়-জয়কারের মধ্যে চার বাংলাদেশি আমেরিকানেরও বিজয় ঘটেছে।
তারা হলেন- শেখ রহমান, আবুল বি খান, নাবিলা ইসলাম এবং মো. মাসুদুর রহমান।
তারা সবাই যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে (নেনেট অথবা কংগ্রেস) নির্বাচিত হতে পারেননি।
এর মধ্যে নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্য জয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)। এছাড়া ডেমোক্র্যাটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্য জয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সেনেটর শেখ রহমান।
একই স্টেটে সেনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সেনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্য জয়ী হয়েছেন ডেমোক্র্যাট মো. মাসুদুর রহমান।
পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহাম মোট ভোটের ৬৭% পেয়েছেন। অপরদিকে, জর্জিয়া স্টেট সেনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ৬৭.৬% ভোট পেয়েছেন।
একই স্টেটের সেনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫% ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সেনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান।
৪ বাংলাদেশি-আমেরিকানের জয়ে প্রবাসীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান ভোটারের উপস্থিতি বেড়েছে বলে অভিমত তাদের।
প্রবাসীরা জানান, গাজা-লিবিয়ায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা ডনাল্ড ট্রাম্পকে বিজয়ী দেখতে চেয়েছিলেন। রিপাবলিকান পার্টির বিজয়ে ‘অর্থনৈতিক সংকট ও অশান্তি’ থেকে মুক্তি আসবে বলে প্রত্যাশা তাদের।