তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
Published : 10 Sep 2024, 01:43 PM
মালয়েশিয়ায় একটি নির্মাণ প্রকল্পে কংক্রিটের ড্রেন নির্মাণের সময় ভূমিধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি, তবে তাদের একজনের বয়স ২৫ এবং অন্যজনের ৩০ বছর বলে পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ‘বারনামা’।
স্থানীয় সময় সোমবার সকালে দেশটির সেলাঙ্গর রাজ্যের এলমিনা রিজ নামের একটি নির্মাণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ওইদিন ঘটনাস্থলে তিন বাংলাদেশি শ্রমিক কাজ করছিলেন। এসময় হঠাৎ ভূমিধসে চাপা পড়েন দুজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে শাহ আলমের ফায়ার অ্যান্ড রেসকিউ টিম। পরে ময়নাতদন্ত ও পরবর্তী কার্যক্রমের জন্য তাদের লাশ সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠায় পুলিশ।
শাহআলম জেলার সহকারী পুলিশ প্রধান রামসে আনাক এমবোল বলেন, “মাটিচাপা পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”
মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম) সেলাঙ্গরের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, তার দল ওইদিন সকালে এই ঘটনার বিষয়ে একটি ফোন পেয়েছিল। তারপর বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের একটি দল ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে।