৪০টিরও বেশি স্টলে হস্তশিল্প, পিঠা ও দেশীয় পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
Published : 30 Dec 2024, 11:21 AM
বিজয় দিবস উপলক্ষ্যে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় মেলা।
প্রায় ২০ হাজার বাংলাদেশির অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত এ মেলায় নাচ, গান, কবিতা আবৃত্তি এবং ৪০টিরও বেশি স্টলে হস্তশিল্প, পিঠা ও দেশীয় পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
রোববার সকালে দেশটির রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে এ মেলা করেন তারা।
জুন্তা ফ্রিগেসিয়া সান্তা মারিয়া মাইওর-এর প্রেসিডেন্ট মিগেল কোয়েলু মেলা উদ্বোধন করেন। রনি হোসাইন ও আব্দুল হাকিম মিনহাজের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিজয় উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক রানা তাসলিম উদ্দিন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন পর্তুগালের লিসবন মিউনিসিপ্যাল অ্যাসেম্বলি মেম্বার ও সোশ্যালিস্ট পার্টি নেতা জোসে লেইতাও, জুন্তা ফ্রেগেসিয়া আলকান্তারার প্রেসিডেন্ট ড্যাবিড আমাদোসহ বিভিন্ন পর্তুগিজ সংগঠনের নেতারা।
দ্বিতীয় পর্বে গান শোনান শিল্পী ওয়াহিদ ও স্থানীয় শিল্পীরা। মেলার মিডিয়া পার্টনার হিসেবে অংশ নেয় পর্তুগাল বাংলা প্রেস ক্লাব।