সমাবেশ থেকে নিজেদের পূর্ণাঙ্গ কমিটি গঠনে কর্মীসভা করেন তারা।
Published : 04 Dec 2024, 01:01 PM
একুশে অগাস্টের গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শোকরানা সমাবেশ করেছে নিউ ইয়র্কে স্টেট বিএনপি।
রোববার এ সমাবেশ থেকে অঙ্গরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে কর্মীসভা করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, “সময়ের পরিক্রমায় সত্য উদঘাটিত হলো। বাংলাদেশে সত্যিকারের ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই তারেক রহমানসহ সবাই ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস পাচ্ছেন।”
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, এবাদ চৌধুরী, বদরুল হক আজাদ, কাজী আসাদউল্লাহ, আল আমিন সুমন, রইস উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, কাওসার আহমেদ ও হুমায়ুন কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, সেলিম আহমদ, এ আর মাহবুবুর রহমান, হাবিব উল্লাহ, সাজুজ্জামান রিঙ্কু, জাকির হোসেন, জামাল হোসেন, নজরুল ইসলাম ও কামরুল হাসান।